শহর প্রতিনিধিঃ ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহম্মেদ মিস্টার, ইসলামী আন্দোলন নেতা নুরুল করিম বেলালী, নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়ন পত্র জমা দেন।ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজজামান এই তথ্য নিশ্চিত করেছেন।