ফেনী
সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩২
, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেনীতে বিজয় দিবসে বিএনপি,যুবদল ও ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

 

শহর প্রতিনিধি-ফেনীতে বিজয় দিবসে  মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা  বিএনপি,যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

25299030_1548941088518136_1990958783946400136_n

শনিবার সকালে শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা জানানোর সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের,সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন মামুন,জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি প্রমুখ উপস্থিত ছিলেন।

25396221_1548941858518059_1197436454368349620_n

এদিকে পৃথকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার।জেলা ছাত্রদলের একাংশের সাধারন সম্পাদক এস এম কায়সার এলিন।

25438735_1966993650290975_6083317911707858789_o

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!