স্টাফ রিপোর্টার: ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদের মাদক সেবনের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়।কিছুক্ষণের মধ্যে সেটি ভাইরাল হয়ে ফেনী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।এ নিয়ে ফেনীর আওয়ামী রাজনিতিতে শুরু হয় তোলপাড়।এছাড়া সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষও চিন্তিত। মাদক রোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার।এর অংশ হিসেবে সারাদেশে পুলিশের অভিযানে প্রায় তিনশ মাদক কারবারি বন্দুক যুদ্ধে নিহত হয় ও দশ সহস্রাধীক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।ফেনীতে পুলিশেরও কঠোর অভিযান পরিচালিত হয়েছে।যা এখনো অব্যাহত রয়েছে।এছাড়া জেলা প্রশাসন মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান গঠন করে ব্যবসায়ীদের কারাদণ্ড প্রদানসহ নিয়মিত মামলা দিয়ে আসছে।এদিকে বিভিন্ন সভা-সেমিনারে মাদকের সাথে জড়িত দলীয় নেতাকর্মীদের বিরুদ্বে আইনি ও দলীয় ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
এমতাবস্থায় শহরের মাস্টার পাড়ায় ভাড়া বাসায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন নারীর সাথে ইয়াবা ও ধর্মপুরের জের কাছাড় এলাকায় যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদের সাথে ফেন্সিডিল সেবনের ভিডিও মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটির সত্যতা স্বীকার করে তাদের বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আনোয়ারকে দোষারোপ করে ইফতেখার বুধবার দিবাগত রাত ২.৩৫ মিনিট ও ফরহাদ ৩.৩০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ নিজ আইডিতে স্টাটাস দেন। ভাইরাল ভিডিওতে নারীসহ ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেনের ইয়াবা সেবনের ২৭ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিও বিশ্লেষনে দেখা যায়,ভাড়া বাসায় ইফতেখার খালি গায়ে খাটের উপর বসে হিন্দি গান বাজিয়ে সিগারেট খাচ্ছে।কিছুক্ষন পর সুন্দরী এক নারী কক্ষটিতে প্রবেশ করে ছাত্রলীগের এ নেতার শরীর ঘেষে খাটের উপর বসে ইয়াবা ও সেবনের সরজ্ঞাম বের করে ব্যবহারের প্রস্তুতি নেয়।একপর্যায়ে সুন্দরী নারীটি নিজ হাতে ছাত্রলীগ নেতার মুখে ইয়াবা তুলে দেন।
অপর ভিডিওতে দেখা গেছে ছাত্রলীগ নেতা ইফতেখার ও তার বন্ধু যুবলীগ নেতা ফরহাদ রাস্তার পাশে প্রকাশ্যে দাড়িয়ে ফেন্সিডিল ক্রয় করে সেবন করছে।এসব ভিডিওতে অন্যদের উপস্থিতি থাকলেও তাদের মুখ দেখা যায়নি। ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন খন্দকার ও যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদ স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের ঘনিষ্ঠজন বলে দলীয় সুত্র জানায়।
বিষয়টি নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজের বক্তব্য পাওয়া যায়নি।
এব্যপারে সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন জানান, আমি বিষয়টি শুনেছি। ভিডিও দেখে দোষী সাব্যস্ত হলে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।