ফেনী
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের শাকিব-শ্রাবন্তী জুটি

 

বিনোদন প্রতিবেদক-শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুঁটি বাঁধেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জি পরিচালিত ছবিটি দারুণ ব্যবসা করে।শাকিব-শ্রাবন্তীর পর্দা রসায়নও বেশ উপভোগ করেন দর্শক। কিন্তু এরপর কেটে গেছে দুই বছর।

কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ হয়নি গল্প কিংবা নির্মাতা। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আবার দেখা যাবে এই জুটিকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের কাজ করতে যাচ্ছেন তাঁরা। জানুয়ারি থেকেই শুটিং বলে জানালেন পরিচালক উত্তম আকাশ।

শাকিব খান  বলেন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে।সেও কোনো কথা না বাড়িয়ে আমার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল। ‘

শাকিব বলেন, ‘শুধু তাই নয়, আমার জন্য অলিখিত শিডিউল দিয়েছে শ্রাবন্তী। যতদিন লাগে শুটিং করতে তাঁর কোনো আপত্তি নেই। শ্রাবন্তীর এমন ব্যবহারে আমি দারুণ খুশি। আশা করছি আগের মত এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবেন। ’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!