প্রেস বিজ্ঞপ্তি-সাপ্তাহিক কলকন্ঠ’র সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রভাষক আবদুল্লাহ আল-মামুন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ’র প্রকাশিত দেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি সান’ এর ফেনী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।২৫ ফেব্রুয়ারী ‘দ্য ডেইলি সান’ সম্পাদক এনামুল হক চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাকে এ নিয়োগ দেয়া হয়।
এছাড়া তিনি স্বনামধন্য নিউজ ও ফটো এজেন্সি ফোকাস বাংলা নিউজ ও অনলাইন সংবাদ পত্রের ধারণাকে পাল্টে দেয়া ‘পরিবর্তন’ ডট কম -এর ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আবদুল্লাহ আল-মামুন এর আগে মোহনা টেলিভিশনের হেড অফিসে রিপোর্টার কাম নিউজ প্রেজেন্টার, দৈনিক সকালের খবর’র ফেনী প্রতিনিধি ও দৈনিক ‘ফেনীর সময়’র বার্তা সম্পাদক এবং সাপ্তাহিক ‘আলোকিত ফেনী’র নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
মামুন ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মনু মুন্সি বাড়ির মরহুম আরিফুর রহমান’র একমাত্র ছেলে। সংবাদ সংক্রান্ত তথ্যের জন্য তিনি (০১৭১৮ ০৬৬০৯০) সকলের সহযোগিতা কামনা করেছেন।