ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোশাররফের শুটিংয়ে এক মাসের নিষেধাজ্ঞা

 

বিনোদন প্রতিবেদক-আবারও অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হল নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।গত ৩০ আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন ডাক্তার পরামর্শ দিয়েছিলেন পনের দিন বিশ্রামে থাকতে।

কিন্তু সাতদিন পরই শুটিংয়ে ফিরেন এ অভিনেতা। পরে আবার অসুস্থ হয়ে গত ১৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে এবার আর রক্ষা নেই। জন্ডিসে আক্রান্ত হয়েছেন এবার। ডাক্তার তার শুটিংসহ বাইরের কাজে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। এই সময় তাকে পূর্ণ সময় বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। তাই এবার আর কোনো শুটিং নয়।

পূর্ণাঙ্গ বিশ্রাম নিয়ে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানিয়েছেন জুঁই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!