সেনবাগ প্রতিনিধি-নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলায় সেরা মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ ও কন্টেন্ট নির্মাতা শিক্ষক নির্বাচিত হয়েছেন টিকেন্দ্র লাল মজুমদার।
মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে সেরা শিক্ষক নির্বাচিত করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মিসেস শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,শিক্ষক সমিতির সভাপতি মো:আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিকেন্দ্র লাল মজুমদারকে সেরা শিক্ষকের ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।তিনি উপজেলার গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক পদে কর্মরত রয়েছেন।