সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান।
এসময় কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন,যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুর আলম শাহীন,প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক মফিজুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন।পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।