শহর প্রতিনিধি:ফেনীতে কোটি টাকা আত্মসাৎ মামলায় মঙ্গলবার দুপুরে জেলা জামায়াত নেতা ও সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সূত্র জানায়, উম্মুল ক্বুরা ডেভেলপার্সের ১ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকার চেক আত্মসাৎ মামলায় অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এর আদালতে জামিনের আবেদন করেন কোম্পানীর চেয়ারম্যান মাওলানা সিরাজ উদ দৌলা।
মামলার বাদী কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম নিশানের পক্ষে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত সিরাজ উদ দৌলার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।