ফেনী শহরতলি ফতেহপুরে একটি দেশীয় তৈরী পাইপগান ও একটি গুলিসহ নয়টি মামলার পলাতক আসামী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সাইফুল ইসলাম জয় (২৫)। তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের বাসিন্দা। ৬ জুলাই শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর রেলওয়ে উড়ালসেতুর পাশে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, বিস্পোরকদ্রব্য আইনে নয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম একটি দেশীয় তৈরী পাইপগান ও একটি গুলিসহ নয়টি মামলার একজন পলাতক আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার যুবক একটি সংঘবন্ধ ডাকাত দলের সদস্য। শনিবার দুপুরে তাঁকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।