ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইউটিউবে মুক্তি পেল ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকারের ‘মানবতায় বাংলাদেশ’ গান

 

বিশেষ প্রতিনিধি-ফেনীর পুলিশ সুপার ও বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেনীর তালিকাভূক্ত শিল্পী এস.এম জাহাঙ্গীর আলম সরকারের কন্ঠে গাওয়া ‘মানবতায় বাংলাদেশ’ শিরোনামের গানটি রবিবার ইউটিউবে মুক্তি পেয়েছে। পুলিশ সুপারের নিজের লেখা, সুর ও কন্ঠে গাওয়া গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন তুলেছে। নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরিতে লিখা গানটি শুনে প্রশংসা করছেন তার এ সৃষ্টিশীল প্রয়াসের। টেকনাফের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে ধারনকৃত স্থির ও ভিডিও যুক্ত করে ৩ মিনিট ৫২ সেকেন্ডের গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে।

গানে গানে অসহায় নিপীড়িত মানবতার পক্ষে তার ভরাট কন্ঠে উচ্চারিত হয়েছে, ‘মানবতা আজ থমকে গেছে/ বিশ্ববিবেক উল্টে গেছে / মানবতা আজ কোথায় আছে / শুনেছি সে নাকি আজ পশ্চিমে। মানবতা কেবল বাংলাতেই আছে উল্লেখ করে গানে তিনি বলেছেন শেখ হাসিনার লাল সবুজের পতাকাতলে নি:স্ব বিশ্ব মানবতা কাকে বলে। এতে ধিক্কার জানানো হয়েছে মিয়ানমারের সামরিক জান্তার প্রতি যারা মানবতাকে ভূলুণ্ঠিত করছে। পাশাপাশি জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্বব্যাপী জনমত তৈরির আহ্বান জানানো হয়।

ফেনীর দূরবীন ব্যান্ডের শাওনের কম্পোজিশনে তার গাওয়া গানটি ইতোমধ্যে ফেনী ও দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, সকল সৃষ্টিশীল মানুষ চলমান সংকট, সমস্যা-সমাধান ও আশা-আকাংখার প্রতিফলন ফুটিয়ে তোলেন নিজের সৃষ্টিকর্মে।
মিয়ানমার থেকে জীবন বাঁচাতে ভিটে মাটি ছেড়ে নিঃস্ব অবস্থায় পালিয়ে আসা আশ্রিত রোহিঙ্গাদের আর্তনাদে নিজের বিবেক কেঁদে ওঠে।

তিনি আরো বলেন, মানবতার চেয়ে বড় মানবধর্ম আর কিছু নেই। নিজের ক্ষুদ্র প্রয়াস দিয়ে মানবিকতার পক্ষে দাঁড়িয়ে অসহায় নির্যাতিত রোহিঙ্গারের জন্য বিশ্ববিবেক জাগাতে পারি তাহলে পরিশ্রম স্বার্থক হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!