ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়াবাসহ গ্রেফতার ছাগলনাইয়ার সেই ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার হওয়া ফেনীর ছাগলনাইয়ার সেই দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ। বুধবার রাত সাড়ে ৯টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতারা হল উপজেলার পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দাম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাদ্দামকে বাংলদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগ কমিটি থেকে বহিষ্কার করা হল। উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার জানান, গ্রেফতার অপরজন শুভপুর ইউপি চেয়ারম্যানের ছেলে জাকারিয়া সেতু ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার শুভপুর সাহেবের হাট থেকে শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের ছেলে জাকারিয়া সেতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা টিটু ও সাদ্দাম কে ইয়াবাসহ গ্রেফতার করের বিজিবি সদস্যরা। চম্পকনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল করিম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মাদক আইনে মামলা করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!