সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে দুইশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রকাশ সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় সোনাগাজী মডেল থানার এসআই তাজুল ইসলামসহ একটি দল।এসময় ২ শ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের গফুরের ছেলে।
তার বিরুদ্বে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়।