ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে সংখ্যালঘুদের প্রতি নিজাম হাজারী এমপির আহবান

শহর প্রতিনিধিঃ ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, আগামী ৩ মাস পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচুক্রী মহল সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন চালায়। যদি ফেনীতে নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার হুশিয়ারী উচ্চারন করেন এমপি।এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি নিজাম হাজারী আহবান জানান।

রবিবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজমান, সহকারী পুলিশ সুপার উক্য সিং, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট হীরালাল চক্রবর্তী, সাবেক সভাপতি এডভোটেক বিমল চন্দ্র শীল প্রমূখ।

সভাশেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!