ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যা মামলায় আইনজীবীদের অভিমত

এটি মানবতার রায়

ফেনীর আলোচিত রাফী হত্যা মামলায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে মৃত্যুদÐের রায়কে মানবতার রায় বলে অভিহিত করেছেন আইনজীবীরা। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গতকাল বৃহস্পতিবার চা ল্যকর এ মামলার রায় ঘোষণার পরপরই আদালত চত্বরে উপস্থিত অধিকাংশ আইনজীবী প্রায় অভিন্ন মন্তব্য করেন।
রায়ের ফেনীর ওই আদালতের বারান্দায় উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ বলেন, আজ বাংলাদেশের মানুষের প্রতীক্ষিত রাফী হত্যা মামলার রায়ে আদালত চার্জশিট ভুক্ত ১৬ আসামিকেই ফাঁসির আদেশ প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আদালতের এ রায়ে আমরা খুবই সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে প্রমান হলো সরকার বিচার ব্যবস্থায় নিরপেক্ষ ও আন্তরিক ভ‚মিকা পালন করছে। বাংলাদেশে যে বিচার হয়, তাও প্রমান হলো। এটি মানবতার রায়। এ রায়ের মাধ্যমে অপরাধীরাও কঠোর বার্তা পাবে। আমরা এখন এ রায় দ্রæত কার্যকরের দাবি জানাচ্ছি।
এসময় বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, রাফী হত্যা মামলায় সব আসামিকে অপরাধ প্রমান করতে আমরা সক্ষম হয়েছিলাম। আদালত সেই অনুসারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ প্রদান করেছেন। এতে আমরা অত্যন্ত খুশি। এখন দ্রæত রায় কার্যকর দেখতে চাই। তিনি বলেন, রাফীর শ্লীলতাহানীর চেষ্টা অপর মামলার সাক্ষগ্রহনের তারিখ আছে আগামি ২৭ অক্টোবর)। এই মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে এখানেও ওই মামলার ধারামতে সর্বচ্চো শাস্তি দেখতে পাবো বলে আশা করি। এছাড়া রাফীর শ্লীলতাহানীর চেষ্টার বক্তব্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়ানোর দায়ে আইসিটি অ্যাক্টের মামলায় সোনাগাজীর তৎকালীন ওসি মোয়াজ্জেমেরও কঠোর শাস্তি কামনা করছি। এ মামলাটি ঢাকায় পরিচালিত হচ্ছে। আশা করি সেখানেও আমাদের জয় হবে।
এদিকে আসামীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম মিন্টু, ফরিদ উদ্দিন খান নয়ন, গিয়াস উদ্দি নান্নুসহ কয়েকজন বলেছেন, তারা এ রায়ে সঠিক বিচার পাননি। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আইনজীবী মিন্টু বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নয়। রায়ের কপি নিয়ে আপিল করবো। কারণ ১৬ আসামির মধ্যে ১২ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি হলেও চারজনের হয়নি। আসামি মোহাম্মদ শামীমও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাকেও ফাঁসির আদেশ দেয়া হয়েছে। বিজ্ঞ আদালতের বিরুদ্ধে কথা বলবো না। যা বলার তা আপিলেই বলবো।
এদিকে গতকাল ফেনীর আদালত চত্বরে উপস্থিত আরও বেশকিছু আইনজীবীর সঙ্গে সঙ্গে আলাপকালে তারা বলেছেন, রাফী হত্যার রায়ে জড়িত ১৬ আসামির সবারই ফাঁসির রায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন হলো। এ রায়ে ফেনীও কলঙ্কমুক্ত হয়েছে। এ রায়ে বিচার ব্যবস্থা ও পুলিশের তথা পিবিআইয়েরও ভাবমূর্তি উজ্জল হয়েছে বলে মন্তব্য করেন আইনজীবীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!