ঢালিউডে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান গড়েছেন নায়িকা শবনম বুবলী। গেল রোজার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেন। এ ছবির পর আসছে কোরবানির ঈদেও যথারীতি নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন বুবলী। তার অভিনীত এবারের ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ প্রসঙ্গে বুবলী বলেন, এরইমধ্যে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আমি অনেক লাকী একজন অভিনেত্রী এ কারণে যে, এবার ঈদেও দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হতে পারছি।
অসাধারণ একটি গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন রাজু স্যার। আমারও সৌভাগ্য যে, এমন একটি ছবিতে কাজ করতে পেরেছি। গল্পই ছবিটির প্রাণ। এ সময়ে যা ঘটছে, এসব কিছুই তুলে ধরা হয়েছে ছবির কাহিনীতে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ এবং সবশেষ ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি পায় বুবলীর। এসব ছবিতে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। আসছে ঈদের পর আবারো নতুন ছবির খবর নিয়ে হাজির হতে চান বলেও জানালেন এ নায়িকা।