ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু ফ্রি টেলি চিকিৎসা দিচ্ছেন

করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্ব। এই লড়াইয়ে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসকরা। যে যার জায়গা থেকে চেষ্টা করছেন এই দূর্যোগের দিনে মানুষকে সেবা দিতে। ডা. জাহানারা আরজু তাদের একজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। রোগীদের মুঠোফোনে চিকিৎসা-পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহানারা আরজু লিখেছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টেলিমেডিসিন সার্ভিস ছিলো। ঢাকার একটা ডায়াগনস্টিক সেন্টারে চেন্নাই এপোলো হসপিটালের টেলিমেডিসিন সেন্টার ছিলো। ফি রাখা হতো ৮০০০/ (আট হাজার টাকা)।

সম্প্রতি সিলেটের এক গায়নোকলিজিস্ট নাকি টেলিমেডিসিনে ৮০০/- ফি নিয়েছেন, এ জন্য তিনি কেন এত সমালোচিত?

কেনো ভাই, কেউ ফি নিলে আপনার পোষালে ফোন দেবেন। না পোষালে আমরা যারা ফ্রি চিকিৎসা দিচ্ছি তাদেরকে ফোন করেন। খামোখা কেন সমালোচনা করবো আমরা?

প্রতিদিন কত জনকে ফ্রিতে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি। আমার নাম্বার: ০১৮১৯-২২২৮৫৪। মেডিসিন ও কার্ডিওলজির রোগীরা প্রয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ২ টার মধ্যে ফোন করতে পারেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!