ফেনী শহরের বিরিঞ্চি এলাকার হ্যাঙ্কার রোডের ব্যবসায়ী হানিফের কলাবাগানস্থ গোডাউন থেকে মালামাল চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামী মো: ইয়াসিন প্রকাশ আশিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। শনিবার ফেনী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আসামীকে হাজির করা হলে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সূত্র জানায়, ওই ব্যবসায়ীর কলাবাগানস্থ গোডাউন থেকে ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে ৯টি অটো ইজি বাইক ব্যাটারী, নতুন পার্টস (বেয়ারিং) এর দুটি বস্তা ও চারটি নতুন চার্জার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার ব্যবসায়ী হানিফ বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকালে সদর হাসপাতাল মোড় এলাকা থেকে মো: ইয়াসিনকে আটক করে। আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ কন্ট্রাক্টরের বাড়ি হতে চোরাইকৃত ৫টি ব্যাটারী আসামীর বসতঘর হতে উদ্ধার করে পুলিশ। গতকাল ফেনী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আসামী ইয়াসিনকে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে অপরাপর আসামীদের নাম প্রকাশ করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই মো: মাঈন উদ্দিন ভূঞা জানান, এঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।