ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কমিশনার সাখাওয়াত হোসেনকে হত্যা চেষ্টাসহ এক ডজন মামলার আসামি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্র জানায়, পিটু তার সহযোগীদের নিয়ে ১৭ জুলাই অপর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে চেষ্টা করে। এ ঘটনায় ২০ জুলাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে পিটুসহ ১২ জনের নাম উল্লেখ করে ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। সে সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে অপর সহযোগী রায়হানসহ আদালতে আত্মসমর্পণ করে পিটু। তার বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় অন্তত ১২টি মামলা এবং অসংখ্য অভিযোগ রয়েছে।