আবু ইউসুফ মিন্টু-পরশুরামে ৫৭ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন( ৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে উপজেলার মনিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার আদালতে্র মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পরশুরাম থানার এসআই মাছুম রানাসহ পুলিশের একটি দিল। এসময় শাহাদাত হোসেন ৫৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।তার বিরুদ্বে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়।সে মনিপুর গ্রামের মো বেলালের ছেলে।
এছাড়া তার বিরুদ্বে মাদক ব্যাবসার পাশাপাশি হিজড়াদের দিয়ে বিভিন্ন ভাবে লোকজনকে হয়রানীর একাধিক অভিযোগ রয়েছে।