ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৯
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

মহিপালে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

ফেনীর মহিপালস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রোববার সন্ধ্যায় প্রকাশ্যে চাঁদা আদায়কালে মো. সোহাগ (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।
ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, এক চাঁদাবাজ ফেনীর মহিপাল সার্কিট হাউজের রোডের মাথায় পাসপোর্ট অফিসের সামনের বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান চালায় র‌্যাব। এ সময় চাঁদা আদায়কালে হাতেনাতে ফেনীর দক্ষিণ চাড়িপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো: সোহাগকে আটক করে র‌্যাব।পরে র‌্যাব সদস্যরা তার দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের ৪ হাজার ৩শ ৭২ টাকা ও ১ টি মোবাইল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের ফেনী মডেল থানায় হস্তান্ত করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!