সংবাদ বিজ্ঞপ্তিঃ বিশিষ্ট ব্যবসায়ী ফ্রিডম ওভারসিজ ও ফ্রিডম এভিয়েশনের মালিক কফিল উদ্দিন মজুমদার বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নব নির্বাচিত কমিটির সদস্য কল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন।তিনি ছাগলনাইয়া পৌরসভার হিছছরা গ্রামের দুলাগাজী মজুমদার বাড়ীর মরহুম বাদশাহ মিয়ার একমাত্র ছেলে।পরবর্তীতে কাজ করে যেতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।