ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে পৌর শহরের মেইন রোডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক-উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহান আরা বেগম সুরমা,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও সিরাজদ্দেীলা মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর আবদুল হান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরিডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল মেম্বার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা প্রমুখ।



