ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার মতবিনিময়

 

ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুদ্ধাপরাধ বিষয়ক মতবিনিময় সভা রবিবার রাতে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ডেপুটি ডিরেক্টর মো: নুরুল ইসলাম বিপিএম-সেবা।

বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবিনিময়ে অংশ নেন।
সম্প্রতি গ্রেফতার জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ডেপুটি ডিরেক্টর মো: নুরুল ইসলাম বিপিএম-সেবা। তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে এ ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!