ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫০
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন

 

ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের  আয়োজনে সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম মঙ্গলবার দুপুরে শুরু হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্ষেত্রসহকারী মেজবাহ উদ্দিন আহম্মেদ ভূঁঞার পরিচালনায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, খামার ব্যবস্থাপক মো: ফনির হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

দুপুর ১২টায় উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্ত করে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, উপজেলার সরকারী ও প্রাতিষ্ঠানিক ১৬টি পুকুরে ৪শ ৮৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!