ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া জমদ্দার বাজার জিরো পয়েন্ট এলাকায় প্রকাশ্যে বৃদ্ধ মায়ের সামনে প্রবাসী ছেলে সালাম মজুমদারের উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামী শাহাদাৎ হোসেন মিনার (২৬) ও তার সহযোগি রিয়াজ উদ্দিন চৌধুরী মিশু (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ছাগলনাইয়া রেজু মিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম.এম মুর্শিদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায়ের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, মাহবুব আলম সরকার, এএসআই ফিরোজ আলম ও ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
এসময় মামলার প্রধান আসামি ক্ষিণ যশপুর গ্রামের সামছু মাস্টার বাড়ির আমিনুল হকের ছেলে শাহাদাত হোসেন মিনার ও তার সহযোগি বাঁশপাড়া গ্রামের চৌধুরী বাড়ির মৃত সামছুল হকের ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরী মিশুকে গ্রেফতার করে পুলিশ।