ছাগলনাইয়া প্রতিনিধি:ফেনীর ছাগলনাইয়ায় পড়ালেখার জন্য বকা দেয়ায় বিবি আয়েশা রেশমা নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার সকালে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ছাগলনাইয়া থানার এসআই নাঈম জানান, শনিবার সন্ধ্যায় পড়তে বসার জন্য রেশমাকে বকা দেন তার মা নুরেন নাহার। এজন্য অভিমান করে রাতে মায়ের সঙ্গে কথা বলেনি সে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেয় সে। সুরতহাল রিপোর্টে লাশের গলায় ফাঁসের দাগ রয়েছে।
৩ ভাই ও ৩ বোনের মধ্যে রেশমা তৃতীয় ছিল। এ ঘটনায় রেশমার বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
সে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও পূর্ব ছাগলনাইয়া গ্রামের মাধুমিয়া চৌধুরী বাড়ির আমিন উল্যা লাতুর মেয়ে।



