শহর প্রতিনিধিঃ ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুইয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, হাজী রহিম উল্যাহ এমপি, বিএনপির মনোনীত জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির রিন্টু, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক, হাসান আহম্মদ, গোলাম হোসেন, মো. মাঈন উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই মনোনয়ন পত্র জমা দেন।



