ফেনীর পরশুরামের জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা-কর্মচারী,সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা খোকা মিয়া মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.ওয়াহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার (অতি:) মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.হাসান শাহরিয়ার কবির,উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আখিনুর জাহান নীলা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)হাছিনা আক্তার,পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন শাহরিয়া,মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন,বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।