ফেনীতে সাইফুল ইসলাম (৩৩), নুরুল আফসার (৩২) ও ওমর ফারুক (৩৬) নামের তিন মাদক ব্যবসায়ী পুলিশের নিকট আত্মসমর্পণ করেছে। শুক্রবার রাতে ফেনী মডেল থানায় এসে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে তারা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, সরকারের আহবানে সাড়া দিয়ে ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকার আবদুল জলিলের ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। ২০১৮ সালে দুইবার, ১৭ সালে একবার ও ১৬ সালে একবার গ্রেফতার হয়ে কারাবরণ করে। সবকটি মামলায় জামিনে মুক্তি পেয়ে কাঁচামালের ব্যবসা করছে। ওই এলাকার বাসিন্দা (বর্তমানে পূর্ব বিজয়সিংহ) মৃত আবদুল গফুরের ছেলে মো: নুরুল আফসারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জামিনে মুক্তি পেয়ে মহিপালে ফুটপাতে ব্যবসা করে জীবনযাপন করছে।
অপরজন ঘাড়রা এলাকার ভ‚ইয়া বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে মো: ওমর ফারুকের বিরুদ্ধে রয়েছে একটি মামলা। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে ৫ বছরের সাজা হয়।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তারা ফেনী মডেল থানার ওসি মো: আবুল কালাম আজাদের কাছে হাজির হয়ে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে। ওসি আজাদ তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় ওসি (তদন্ত) মো: সাজেদুল ইসলাম, ওসি (অপারেশন) মাহতুবুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।