থানায় মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) করতে টাকার প্রয়োজন হয় না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা অথবা জিডি করতে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানা চত্বরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধ মুক্ত ঝালকাঠি গড়তে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের পুরাতন মানসিকতা পরিহার করে জনগণের কাছাকাছি গিয়ে সেবা দিতে হবে।