ছাগলনাইয়া প্রতিনিধি: পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে আরিফ হোসেন (২২) ও রেজাউল করিম (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের ভদ্র কোনার নুরুল আফসারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন ও পশ্চিম ছাগলনাইয়া থানা পাড়ার ওয়ালী ভবনের ভাড়াটিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কামাল খামার গ্রামের সরকার পাড়ার মো: সামছুল হকের ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এ ব্যপারে ছাগলনাইয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি এম.এম মুর্শেদ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।



