সদর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ৪,৫ ও ৭ নং ওয়ার্ডের ধর্মপুর, মজলিশপুর ও বারাহিপুর কেন্দ্রের মহিলা কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে ইউনিয়নের মঠবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা অাওয়ামীলীগের সভাপতি জাহান অারা বেগম সুরমা এমপি।
ইউনিয়ন মহিলা অাওয়ামীলীগের সভাপতি খুরশিদা বেগমের সভাপতিত্বে ও যুবলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা অাওয়ামীলীগের সহ-সভাপতি শামিম কবির,ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শাকা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদাউস পিনু।
এসময় শুভেচ্বছা বক্তব্য রাখেন ধর্মপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি এম এ জাফর উল্লাহ,সাধারন সম্পাদক মোতাহের হোসেন সোহাগ, সদর উপজেলা মহিলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা পারভীন রীতা, ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল অাহমেদ তপুসহ ইউপি সদস্যগণ।