সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান নোমানকে গালিগালাজ করে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ১৬ আসামীসহ গ্রেপ্তারকৃত ২১ জনকে বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়।এসময় আসামীরা এমন আচরণ করেন।
মামলার বাদী রাফীর ভাই মাহমুদুল হাসান নোমান জানিয়েছেন,এজলাসে আসামীরা আমাকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।ওই সময় বাদীর আইনজীবী রফিকুল ইসলাম খোকনের সাথেও এমন আচরণ হয়েছে বলে বাদী জানান।
এডভোকেট রফিকুল ইসলাম জানান, “আসামীদের হাজতখানা থেকে এজলাসে আনা হলে তাদের মধ্যে কয়েকজন হট্টগোল শুরু করে। তারা বাদী ও তার আইনজীবীদের অশালীন ভাষায় গালমন্দ করে।
“একপর্যায়ে কয়েকজন আসামী তেড়ে এসে মামলার বাদী ও আইনজীবীদের হত্যার হুমকি দেয়। আইনজীবীরা বিষয়টি আদালতকে জানালে বিচারক আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন পুলিশকে। পরে পিবিআই আদালতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।
বাদীর নিরাপত্তা সম্পর্কে পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, “আদালতে আসামীরা হট্টগল করেছে শুনেছি। তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।রাফীর পরিবারকে ঘটনার দিন থেকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। “রাফীর পরিবার ‘এখন পাবলিক প্রোপাটি’। পুলিশের পাশাপাশি জনগণই তাদের নিরাপত্তা দেবে। প্রধানমন্ত্রী স্বয়ং এটি তদারকি করছেন। তাছাড়া আমি যত দিন ফেনীতে আছি, কোনো ধরেনর নিরাপত্তা শঙ্কা থাকবে না। রাফীর পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে।”