ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসার বাতিলকৃত গভর্নিং বডির সহ-সভাপতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে রুহুল আমিনকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৯ এপ্রিল শুক্রবার বিকালে সোনাগাজী পৌরসভাস্থ তাকিয়া রোডের বাসা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করে পিবিআই। পরদিন শনিবার বিকাল ৫ টার দিকে ফেনীর সিনিয়র বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমেদের আদালতে রুহুল আমিনকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পিবিআই।পরে সন্ধ্যায় এক আদেশে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।