ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে হবে পিবিআই। বুধবার দুপুর সোয়া ২টার দিকে ফেনীর সিনিয়র বিচারিক হাকিম মোঃ জাকির হোসাইনের আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।আদালতের বিচারক পিবিআই ও বাদী পক্ষের আইনজীবির বক্তব্য শুনে কোন আদেশ না দিয়ে ধার্য তারিখের জন্য রেখে দেন।চার্জশীট দাখিলের সময় পিবিআই এর পক্ষ থেকে হত্যাকান্ডের আগে ও পরের ঘটনার স্কেচ ছবিসহ গ্রাফিক্স ডিজাইন করে বিস্তারিত আদালতে উপস্থাপন করা হয়।আদালতে দাখিলকৃত ৮০৮ পৃষ্ঠার চার্জশীটে মোট ১৬ জনকে আসামী করা হয়।সাক্ষী রয়েছেন মোট ৯২ জন।১০টি আলামত রয়েছে।
অভিযুক্তরা হলেন, অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার রাফী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে চার্জশিট দাখিল করার কথা জানিয়েছেন।

গত ২৭ মার্চ মাদরাসার আলিম পরিক্ষার্থী রাফীকে নিজ কক্ষে ঢেকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের চেষ্টা করে। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে রাফীর পরিবার মামলা দায়ের করেন।এরপর মামলা তুলে নিতে রাফীর পরিবারকে হুমকি দেয় সিরাজের ক্যাডার বাহিনী।ওই মামলায় সিরাজ উদদৌলা কারাগারে থাকা অবস্থায় ৬ এপ্রিল রাফীকে মাদরাসার ছাদে পুড়িয়ে মারার চেষ্টা করে মুখোশধারীরা।এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে নুসরাতের ভাই নোমান থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।২১ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, জাবেদ হোসেন, জোবায়ের আহাম্মদ, অধ্যক্ষ সিরাজ উদদৌলা,ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রান ও মহি উদ্দিন শাকিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ১২ জনই রাফী হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!