ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কোনো খবরে নেই শখ

সোহেল আহসান: অভিনয়, মডেলিং এবং নৃত্য দিয়ে খুব অল্প সময়েই মিডিয়ায় সবার নজর কাড়েন আনিকা কবির শখ। ছোটবেলাতেই তারকাখ্যাতি পান। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগে থেকে কাজের ব্যস্ততা বেড়ে যায় এ সুন্দরীর।

এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। নাটকের পাশাপাশি সমানতালে করতে থাকেন মডেলিংও। কাজের ধারাবাহিকতায় এক সময় চলচ্চিত্রেও নাম লেখান তিনি। ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বল না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় নিজেকে এগিয়ে রাখেন শখ। এরপর দীর্ঘ বিরতির পর নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করেন।

এ ছবির নায়কের সঙ্গে প্রেম, অতঃপর বিয়ে বন্ধনে আবদ্ধ হন শখ। সব ঠিকঠাক চললেও হঠাৎ করেই শখের জীবনের ছন্দপতন শুরু হয়। অল্প সময়ের ব্যবধানে সুখের সংসারে দুঃখের আগুন জলে ওঠে। বিয়ে বিচ্ছেদ হয় তার।

এরপর থেকেই একটু একটু করে পরিচালক, প্রযোজক, সহশিল্পীসহ সবার সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। গত প্রায় দুই বছর ধরে মিডিয়ায় নিজের উপস্থিতি একেবারেই কমিয়ে ফেলেছেন তিনি। এতে করে অনেকটাই আড়ালে চলে গেছেন এ তারকা।

কিছুদিন আগে এ প্রতিবেদকের কাছে এ আড়াল প্রসঙ্গে শখ বলেন, ‘আমি কিন্তু নিয়মিতই নাটকে অভিনয় করছি এবং নাচের শোও করছি। তবে সংখ্যায় খুব কম। সেই ছোটবেলা থেকেই মিডিয়ায় আছি। মানুষের ভালোবাসার জন্য আমি আজকের এ জায়গায় কাজ করছি। তবে গতানুগতিক হওয়ায় বেশিরভাগ কাজেই আগ্রহ পাই না। তাই কাজের সংখ্যা কমে গেছে। ভালো কাজ করতে আমার অনাগ্রহ নেই।’

ইদানীং একেবারেই যোগাযোগহীন হয়ে গেছেন শখ। টেলিফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম- কোনোটাতেই তাকে নিয়মিত পাওয়া যায় না। এতে করে পরিচালক, প্রযোজক, সহশিল্পী কিংবা গণমাধ্যম কর্মীরা তাকে নিয়ে হতাশা প্রকাশ করছেন।

অনেকের ধারণা বিয়ে বিচ্ছেদের পর থেকেই নাকি শখ মিডিয়ার মানুষজন থেকে দূরে থাকছেন। এ বিষয়ে শখ বলেন ‘আমাকে সবাই ভুল বুঝছে। আমি নাকি ফোন ধরি না। অপরিচিত নাম্বারের কল ধরি না। তবে যারা আমার পরিচিত তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ নিয়মিত। সংখ্যায় কম হলেও নাটকে কিন্তু নিয়মিতই অভিনয় করছি। কয়েকদিন আগেও একটি টেলিফিল্মে অভিনয় করেছি।

আরও কিছু কাজের পরিকল্পনা আছে। আমি হারিয়ে যেতে চাই না।’ তিনি হারিয়ে যেতে না চেয়েও তার বর্তমান কর্মকাণ্ডের ফলে এমন প্রশ্নের উদ্রেক হচ্ছে সবার। মডেল অভিনেত্রী সারিকার মতোই কী তিনিও হারিয়ে যাচ্ছেন- এমন ভাবনা অনেকের।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!