সদর প্রতিনিধি: বুধবার বিকালে ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের হকদি থেকে রসূল আমিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক ও চোরাকারবারী দলের সদস্য বলে জানা গেছে।রসুল আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল দল নেতা বলে জানা গেছে।
সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার এএসআই ছোটন চন্দ্র দাসের নেতৃত্বে ওই স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রসুল আমিনকে গ্রেফতার করা হয়।সে ইউনিয়নের হকদি গ্রামের আবু আহাম্মদের ছেলে।



