ফেনী
শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২
, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে দাফনের ২মাস পর গৃহবধুর লাশ উত্তোলন

পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরামে হত্যার পর লাশ দাফনের দুই মাস পর ইসমত আরা (৩৬) নামে এক গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার চিথলিয়া থেকে এই লাশ উত্তোলন করা হয়। এসময় পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর উদ্দীন আহমেদ, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

নিহতের ভাই তাজুল ইসলাম ইসলাস বলেন, ১ আগষ্ট দিনগত রাতে ইসমত আরার গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে স্বামী জাহাঙ্গীর হোসেন।জানালার গ্রীলে ঝুলন্ত অবস্থায় এ গৃহবধূর লাশ দেখতে পেয়ে তার মা ও ১১ বছরের ভাগনি জিনিয়া আক্তার ওড়না কেটে ইসমত আরার লাশ নিচে নামিয়ে আনেন। এসময় জাহাঙ্গীর হোসেন তাদের ভয়ভীতি দেখিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।পরদিন সকালে তড়িঘড়ি করে চিথলিয়া গ্রামের কবরস্থানে ইসমত আরার লাশ দাফন করে চট্টগ্রামের কর্মস্থলে চলে যায় জাহাঙ্গীর। এঘটনায় তাজুল ইসলাম বাদি হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ইসমত আরাকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে আদালত গৃহবধুর লাশ উত্তোলন ও মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!