ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা নিরসনে বিজিবি-বিএসএফ’র যৌথ পতাকা বৈঠক

পরশুরাম প্রতিনিধি: পরশুরামের বিলোনিয়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহীনির উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে ৪ বিজিবি ও ভারতের বিলোনিয়া  বিএসএফের অধিনায়কের নেতৃত্বে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।এতে দু দেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সার্ভেয়ারসহ সংলিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দেশের বিজিবি ও বিএসএফসহ কর্মকর্তারা বৈঠক শেষে ভারতের আমজাদ নগরে শিলাইছড়ি ভাঙ্গন কবলিত স্থান ও বাংলাদেশের নির্মিত সুইস গেইট পরিদর্শন করেন।বিজিবি ও বিএসএফ প্রতিনিধি দল ছাড়াও এসময় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।
ভারতের পাহাড়ী ঢলের পানিতে পরশুরাম পৌর এলাকার বাউরখুমা, বাউর পাথর, দুবলাচাদ, বিলোনিয়া গ্রামের শত শত পরিবারকে বন্যার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারের অর্থায়নে ভারতের আমজাদ নগরের শিলাইছড়ি খালের মুখে বাংলাদেশের অংশে একটি সুইসগেইট স্থাপন করে।
কিন্তু ভারতের আমজাদ নগরের সুইস গেইটের পুর্ব পাশ্বে মুহুরী নদীর বিশাল ভাঙ্গনের কারনে সুইস গেইট কোন কাজে না আসায় ভারতের পাহাড়ী ঢলের পানি ঢুকে বাংলাদেশের পৌর এলাকার বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে।

বৈঠকে ভারতীয় বিএসএফ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভারতের আমজাদ নগরের সৃষ্ট ভাংঙ্গন স্থান দ্রুত মেরামত করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!