ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৪২
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

 
পরশুরাম প্রতিনিধি-ফেনীর পরশুরামে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাওঃ নুরুল হক (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।সে পরশুরাম ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ।এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা বাদী  হয়ে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে  গ্রেফতারের পর তাকে আালতে প্রেরণ করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, পরশুরাম উত্তর বাজারের নুর আহম্মদের মালিকানাধীন ভাড়া বাসায় এক সৌদি প্রবাসীর শিশু কন্যা (৬) কে আরবী পড়াতেন মাওঃ নুরুল হক। বৃহস্পতিবার সকাল ৬ টায় মাওঃ নুরুল হক আরবী পড়ানোর জন্য গিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষনের চেষ্টাকালে তাঁর পিতা তা দেখতে পায়। এ সময় নুরুল হককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা বাদী  হয়ে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নুরুল হক রাজষপুরের উত্তর সোনাপুর গ্রামের মুন্সি বাড়ীর মুন্সি আমীর হোসেনের ছেলে। তিনি উত্তর কোলাপাড়ার নুর আহম্মদের বাসায় ভাড়া থাকতেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!