ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরাম পৌর মেয়র সাজেল চৌধুরীকে উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর

 

স্টাফ রিপোর্টার :
পরশুরাম পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে তাকে দেখতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এসময় তিনি সাজেলের শারিরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। তার সাথে ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন প্রমুখ।
সাজেল চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, তার শারিরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকের পরামর্শে তাকে আরো দু’একদিন নিবিড় পর্যবেক্ষনে থাকতে হবে।
প্রসঙ্গত; বৃহস্পতিবার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের শিক্ষার্থীদের সাথে শিক্ষা সফরে টট্টগ্রামের ফয়স’ লেক ও সি ওয়াল্ডে পৌছলে সকাল ১১টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাজেল চৌধুরী। তাৎক্ষনিক তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!