ফেনী
শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরাম-ফুলগাজীতে আরো ১০ গ্রাম প্লাবিত

পরশুরাম প্রতিনিধি : ভারতের উজান থেকে নেমে আসা পাহাডি ঢলে মুহুরি-কহুয়া ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভাঙ্গন কবলিত ৮টি স্থান দিয়ে পানি ঢুকে করে দুই উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত সপ্তাহের বন্যায় ক্ষতির রেশ কাটিয়ে না উঠতেই ২য় দফা বন্যায় মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে।

সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশের দুটি বাঁধ ভেঙে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়। প্লাবিত গ্রামগুলো হলো-ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া। এদিকে পরশুরামে পাহাড়ী ঢলের কারণে রোববার রাত দুর্গাপুর এলাকায় মুহুরী নদীর ৪টি স্থানে ভাঙ্গনে উপজেলার রতনপুর, দুর্গাপুর, মির্জানগর, চিথলিয়া গ্রাম প্লাবিত হয়েছে। এতে কৃষকদের ফসলী জমি, পুকুরের মাছসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানায়, বন্যায় তাদের ঘরবাড়ি, হাস মুরগী, গরু ছাগলসহ সব ধরনের গবাদি পশু ও খাবারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ছে। ভেসে গেছে পকুরের মাছ ও জমির ফসল। তারা বলছেন চিরামুড়ির সাময়িক সহযোগিতা নয় প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম জানান, মুহুরী নদীতে পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, গত সপ্তাহের বন্যায় পরশুরাম উপজেলার ২০ গ্রামে ২২ পরিবার ও ফুলগাজী উপজেলার ১৯ গ্রামে ৩ হাজার ৫’শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই দুই উপজেলার সর্বমোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাড়ে ৩১ হাজার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!