ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নুসরাতের ভিডিও ভাইরাল নিয়ে পুলিশ-সাংবাদিকের পাল্টাপাল্টি জিডি

নুসরাত জাহান রাফীকে শ্লীলতাহানীর ঘটনায় থানায় জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার
ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ও সময় টিভির সাংবাদিক আতিয়ার হাওলাদার সজল পাল্টাপাল্টি জিডি করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশি, হয়রানী ও নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন সাংবাদিক সজল। এর আগে ১৪ এপ্রিল সজলের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন ওসি মোয়াজ্জেম হোসেন।

জিডিতে সজল উল্লেখ করেছেন, ৬ এপ্রিল মাদরাসার কেন্দ্রে রাফীকে অগ্নিদগ্ধ করার পর সোনাগাজী মডেল থানায় সজলসহ
গণমাধ্যমকর্মীরা একাধিকবার যায়। ৮ এপ্রিল সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বক্তব্য নিতে চাইলে রাফীর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়ে আগ বাড়িয়ে আগের ধারণ করা দুটি ভিডিও দেখান। পরে ওই ভিডিও টেলিভিশনে দেখানোর অনুমতি নিয়ে ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ওসি মোয়াজ্জেমের কাছ থেকে ভিডিও সংগ্রহ করি। সেদিন রাত নয়টায় রাফীর চেহারা ঝাপসা করে ভিডিও দুটি সময় টেলিভিশনে প্রচারও করে। ওই ভিডিও আমি কাউকে সরবরাহ করিনি। এমনকি সমাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করিনি।
অন্যদিকে ১৪ এপ্রিল সোনাগাজী মডেল থানায় নিজের মোবাইল থেকে দুটি ভিডিও অজ্ঞাতসারে স্থানান্তরের অভিযোগ করে থানায় জিডি করেছেন সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন, অফিসে মোবাইল ফোন রেখে তিনি ওয়াশরুম ও নামাযের জন্য বের হন। এ সুযোগে জনৈক সজল তার মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওটি নিয়ে যায়। যা মোবাইল হিস্টর মাধ্যমে ওসি জানতে পারে। এটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই কাজটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!