ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে বাস চাপায় আহত পুলিশ কনস্টেবল আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কালেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
পুলিশ সুত্র জানায়,বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিহত পুলিশ সদস্য কর্তব্য পালনের উদ্দেশ্যে বের হলে ফাঁড়ির সামনে নোয়াখালী অভিমুখী বাঁধন নামে একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আলমগীর মারা যায়।