ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল বৃহস্পতিবার। বেলা ১১টার পরপরই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় পড়া শুরু করেন। এ রায়ে যেমন ১৬ আসামির ফাঁসির আদেশে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তেমনি গণমাধ্যমও রাফীর ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আদালতের কাছ থেকে পেয়ে ভুয়সী প্রশংসা।
ওই এজলাসে অবস্থানকালে দেখা যায় ১১টা ১ মিনিটে বিচারকের আসনে বসেন বিচারক মামুনুর রশিদ। এসময় তনি শুরুতে আল্লাহ তায়ালার প্রশংসা করেন। এরপরই বলেন গণমাধ্যমের ভ‚মিকার কথা। আদালত বলেন, গণমাধ্যমের কারনেই রাফী হত্যার ঘটনাটি সমগ্র দেশবাসী জানতে পারে। গণমাধ্যমের কারণেই রাফীর ঘটনায় বিশ্ব বিবেক জাগ্রত হয়। গণমাধ্যম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। এ জন্য প্রিন্ট ও ইল্টেক্ট্রনিক গণমাধ্যমকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আদালত একইভাবে ধন্যবাদ জানান পুলিশ তথা পিবিআইসহ সংশ্লিষ্টদের।
#