ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৩
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেফতার

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়ার তুলাতলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এসআই সুরেজিত বড়ুয়া। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, ওই সময় ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় ফেনী শহরের গাজী ক্রসরোড এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম বাবু প্রকাশ ঠিকানা বাবু (২০), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানেবাড়ী গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সজিব হোসেন সাকিব (২৪), একই এলাকার আবদুল মান্নানের ছেলে আবদুস সাত্তার ফাহিম (২০), ছাগলনাইয়া উপজেলার কাশিমপুর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে মেহেদী হাসান রাজু (২০) ও শহরের রামপুর এলাকার মৃত মোস্তফার ছেলে তরিকুল ইসলাম অনিক(১৮)কে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ৩টি লোহার রড় ও ৫টি কালো মুখোশ উদ্ধর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলা দায়ের পূর্বক আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!