সদর প্রতিনিধিঃ ফেনীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে দুই ব্যবসায়ীর কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ফরহাদ নগর নৈরাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সুত্র জানায়, রবিবার সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।সেখানে মাদকের আসর থেকে বোরহান উদ্দিন (৩২) ৫০ পিস ও জামাল উদ্দিনকে (৩২) ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। টাস্কফোর্স অভিযানের সময় আখড়ার টিনের দেয়াল ও চালা ভেংগে দৌড়ে পালিয়ে যায় স্পটটির মূল পরিচালক মেজবাহ। আদালত বোরহান উদ্দিন ও জামাল উদ্দিন এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
এদিকে বিকালে মোটবি ইউনিয়নের রশিদিয়া মাদ্রাসার পাশে মনসুরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । টাস্কফোর্স টিমকে দেখে পাশের খালে লাফ দিয়ে সাতরিয়ে পাড় হয়ে যায় মোটবীর কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।