শহর প্রতিনিধি:ফেনীতে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।বুধবার সকাল ৮ টায় শহরের ঐতিহাসিক মিজান ময়দানে জেলার সর্ববৃহৎ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
সূত্র জানায়,ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মিজান ময়দানে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে সিসি ক্যামেরায় পর্যবেক্ষন করেছে পুলিশ। ঈদগাহের আশপাশে ৫০ জন পুলিশ মোতায়েন ছাড়াও শহর এবং জেলার ৩৫টি স্পটে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
এদিকে পুলিশের পাশাপাশি সিআইডি, এসবি ও ডিবি পুলিশও মাঠে তৎপর ছিল বলে জেলা পুলিশ প্রশাসন সুত্র জানায়।