কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে ফেনীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।এ উপলক্ষে ১ মার্চ প্রথম প্রহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুলিশ শহীদ বেদিতে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।পরে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সিনিয়র সহকারী পুলিশ সুপার(হেডকোয়ার্টার) খালেদ হোসেন,সহকারী পুলিশ সুপার(বিশেষ)আমিনুল ইসলাম,ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ রাশেদ খান চৌধুরী, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান,ডিআইওয়ান মো. শাহীনুজ্জামান, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, গোয়েন্দা পুলিশের (পরিদর্শক) ওমর হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটিতে কালো ব্যাজ ধারণ, নিহতদের পরিবারের সদস্যদের মাঝে সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।



